
প্রখ্যাত ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, নবী করিম (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ কিসিমের মানুষ হবে এর মধ্যে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের বিশেষ কোন দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কী? মার্কা হলো- “মা আন আলিহি ও আসহাবিহি” যারা নবী করিম (সা.) এর সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে। এই দুটি জিনিস থাকলে শেষ হাসি তারাই হাসবে।
৭৩ দলের মধ্যে কোন দল জান্নাতে যাবেন একটু বুঝিয়ে দিবেন এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমাদুল্লাহ বলেন, যারা নবী করিম (সা.) এর সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামায়াত, মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কাদেরকে আদর্শ হিসেবে মানে নবীর সাহাবীদেরকে। তাদেরকে শত্রু যারা বানায় না।
তিনি বলেন, তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতের সাহাবার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতে সাহাবাকে এবং সুন্নতকে তাদেরকে বলা হয় রসুলে জামায়াত। তারাই শেষ হাসি হাসবে।
সজিব