ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভবিষ্যতে আমাদের আর কোন কন্যা যেন এহেন পরিণতির শিকার না হয়: সাবেক সেনা কর্মকর্তা

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৫৩, ১৩ মার্চ ২০২৫

ভবিষ্যতে আমাদের আর কোন কন্যা যেন এহেন পরিণতির শিকার না হয়: সাবেক সেনা কর্মকর্তা

ছবিঃ সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা রাজিব হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা আট বছরের মেয়েটার জীবন সংকটাপন্ন। তাঁর অবস্থা পরশুদিন একটু ভাল থাকলেও, গতকাল তাঁর অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। একাধিকবার কার্ডিয়াক এরেস্ট হয়েছে, ব্লাড প্রেসার ক্রমশ কমে যাচ্ছে। এই টুকুন শরীর আর কতোই বা ভার নিতে পারবে! ওকে মুমূর্ষু অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধর্ষক ওকে বীভৎস যৌন নিপীড়নের পর মেরে ফেলতে নির্মম চেষ্টা করেছিল।

আছিয়ার বিষয়ে আসলে খুব কম আশা। আমাদের সকলের দুয়া করা ছাড়া আর বেশি কিছু করার নেই।

তবে একটা জিনিস করার আছে। আমাদের সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই ধর্ষক, নিপীড়কদের বিচার প্রক্রিয়া এবং সর্বশেষ অবস্থান সম্পর্কে নিয়মিত ফলো আপ করতে পারি। আমরা দেখবো ধর্ষক জামিন পায় কিনা, এরপর ওর কি রায় হল, এরপর সেই রায়কে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করার দীর্ঘ প্রক্রিয়া কতো দ্রুত শেষ করে রায় কার্যকর করা হল।

ধর্ষকের যদি যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের মতো দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা গোটা জাতি ঘটা করে সেই শাস্তি সেলিব্রেট করবো। সারা দেশে সরকারি বেসরকারি ভাবে শাস্তির খবর সকলের কাছে পৌঁছে দেয়া হবে। এতে হয়তো ভবিষ্যতে এহেন অন্যায় সংঘটনের সংখ্যা এবং প্রবনতা কিছুটা হলেও কমে আসবে।

আছিয়ার জন্য আমাদের তো এই মুহূর্তে বিশেষ কিছু আর করবার নেই। অন্তত ভবিষ্যতে আমাদের আর কোন কন্যা যেন এহেন পরিণতির শিকার না হয়, সেই লক্ষ্যে সকলকে একটু আগ বাড়িয়ে কাজ করলে মঙ্গলজনক হবে।

হয়তো!

 

সূত্রঃ https://www.facebook.com/share/1E3aWwwLJW/

রিফাত

×