ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের হেনস্তা কোনভাবেই মানবে না সরকার: আইন উপদেষ্টা

প্রকাশিত: ০৫:১৪, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০৫:১৪, ১৩ মার্চ ২০২৫

ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের হেনস্তা কোনভাবেই মানবে না সরকার: আইন উপদেষ্টা

ধর্মের অপব্যাখ্যা যেভাবে মোরাল পুলিসিং ও নারীর উপর হেনস্তা হচ্ছে তা কোনভাবেই মানবে না সরকার এবং দেরি হলেও সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

বুধবার (১২ মার্চ) বিকেলে সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এছাড়া ধর্ষণ মামলার বিচার ও নারীর প্রতি সহিংসতা কমাতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলেও জানান উপদেষ্টা।

মুনিয়া, তিন্নিসহ সব ধর্ষণের বিচার দাবি করেছেন মঞ্চের প্রতিনিধিরা৷ 

মাগুরায় ৮ বছরের শিশুর উপর বর্বর নির্যাতনে তোলপাড় সারাদেশ। শনিবার রাতে দোষীদের বিচার নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আত্মপ্রকাশ করে ধর্ষণবিরোধী মঞ্চ। তাদের পক্ষ থেকে বুধবার (১২ মার্চ) ২৫ জনের দল আসে আইন উপদেষ্টার কাছে। ১ মাসের মধ্যে মাগুরায় শিশু নির্যাতনের ঘটনার বিচারসহ ৫ দফা দাবি জানান তারা।

প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক ও নারী নির্যাতনের সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্তপ্ত করবেন, তাদের অবশ্যই আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝেমধ্যে ভুল হতে পারে কিন্ত আমি এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না। 

আইন উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন গোষ্ঠীর থেকে, যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনভাবেই কোন অজুহাতে মোরাল পুলিসিং করার দায়িত্ব কোন নাগরিককে দেয়া হয় নাই৷ বাংলাদেশের কোন আইনে এই অধিকার কাউকে দেয়া হয় নাই৷ মোরাল পুলিসিং যদি কারো করতে হয় নিজের উপর করেন। নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত করেন নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান নাকি, আপনি ঘুষ খান নাকি, দুর্নীতি করেন নাকি।

 

সূত্রঃ https://youtu.be/qlbCinPnxrA?si=AEBX6y1MHnF7rBjP

রিফাত

×