ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

প্রেস সচিব শফিকুল আলম

আদানির বিল না দিয়েই চলে গেছে হাসিনা

প্রকাশিত: ০১:৫৫, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫৮, ১৩ মার্চ ২০২৫

আদানির বিল না দিয়েই চলে গেছে হাসিনা

ছবি: সংগৃহীত।

অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রতিষ্ঠান আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনলেও এর বিল পরিশোধ না করেই চলে গেছেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা তো ওই বিদ্যুৎ কিনেছি, তার বিল আমাদের পরিশোধ করতেই হবে। কিন্তু শেখ হাসিনা বিদ্যুতের এই বিল না দিয়ে চলে গেছেন, যার পরিমাণ সাড়ে ৯০০ বিলিয়ন ডলার।”

বৈদেশিক বিনিয়োগ ও ডলারের বিনিময় হার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা ডলারের রেট স্থিতিশীল রাখার চেষ্টা করেছি, যাতে এটি হঠাৎ করেই ১২৫ থেকে ১৫০-তে না পৌঁছে যায়, যেমনটি পাকিস্তানের ক্ষেত্রে ঘটেছে। আমরা এক্সচেঞ্জ রেট কমিয়েছি এবং দুর্নীতির মাত্রাও যথাসম্ভব কমিয়ে আনতে পেরেছি, ইতোমধ্যেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিও অনেকটা হ্রাস করা পেয়েছে।”

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা ৪.৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত বিল পেয়েছিলাম, যার মধ্যে ৪ বিলিয়ন ডলার ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগের আগে রাজনৈতিক স্থিতিশীলতা ও এক্সচেঞ্জ রেটের বিষয়গুলো বিবেচনায় নেন।”

আদানির সঙ্গে নতুন চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, “চুক্তির বিষয়টি পরের ব্যাপার, কারণ আমরা আগেই তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনেছি। সুতরাং, আমাদের অন্তত সেই পাওনা টাকাটা পরিশোধ করতে হবে।”

সূত্র: https://www.youtube.com/watch?v=ZGf7Zs0-1xc

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×