
ছবি: সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এর আগেও ছাত্রদের প্রতি অন্যায় হলে তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আর এবারও নীরব থাকতে পারেননি।
ফারিয়া লেখেন, "এই ছেলেটার সাথেও আজ অন্যায় হলো! এটি কি কারো বাপের দেশ যে কাউকে কোনো প্রশ্ন করা যাবে না? ১৬ বছর প্রশ্ন করা যায়নি বলেই আমরা, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই, তখন রাস্তায় নেমেছিলাম, কথা বলেছিলাম। এতোকিছুর পরও যদি আজ এই দৃশ্য দেখতে হয়, তাহলে একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত।"
তিনি আরও প্রশ্ন তোলেন, "যদি কেউ অবৈধভাবে কোথাও ব্যবসা পরিচালনা করে, তবে তাকে সতর্ক করা যেতে পারে, তার কার্ট সরিয়ে দেওয়া যেতে পারে বা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা যেতে পারে ফুড স্ট্রিটের জন্য। কিন্তু যা ঘটেছে, তা কি ন্যায়সঙ্গত?"
এম.কে.