ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আগে ধর্ষণের নিউজে বাধা দেয়া হতো এখন নেই, আগে বিচার হত না, এখন হচ্ছে: ইলিয়াস

প্রকাশিত: ০১:১৯, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০১:২০, ১৩ মার্চ ২০২৫

আগে ধর্ষণের নিউজে বাধা দেয়া হতো এখন নেই, আগে বিচার হত না, এখন হচ্ছে: ইলিয়াস

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেছেন যে, নৌকায় ভোট না দেওয়ায় চার সন্তানের মাকে ধর্ষণের ঘটনা ঘটলেও কেউ প্রতিবাদ করেনি, আর এই নীরবতা তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন।

তিনি বলেন, দেশে ধর্ষণের ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটে। তবে পার্থক্য হলো— আগে এসব ঘটনার সংবাদ প্রচারে বাধা দেওয়া হতো, এখন সেই বাধা নেই। একই সঙ্গে, আগে বিচার না হলেও এখন বিচার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ইলিয়াস হোসেন তার পোস্টে আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন যারা নীরব ছিলেন, তারা এখন প্রতিবাদ করার চেষ্টা করলেই কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

তিনি ইঙ্গিত করেন, অতীতে যেসব রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠী ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিল না, তারা এখন প্রতিবাদ করতে গেলেই সমালোচনার সম্মুখীন হচ্ছে।

এম.কে.

×