ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিএনপি কোন ফেরেশতার দল নয়: নিলুফার মনি

প্রকাশিত: ০১:১২, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০১:১৫, ১৩ মার্চ ২০২৫

বিএনপি কোন ফেরেশতার দল নয়: নিলুফার মনি

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত এবং ১ জন নিহত হয়েছেন। এছাড়া, পুরান ঢাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে মার্কেট দখল নিয়ে গোলাগুলি ঘটে, এতে ১০ জন আহত হন। আরেকটি ঘটনায়, বিএনপি নেতার গাড়ি চালক নারী কনস্টেবলকে রড দিয়ে আঘাত করেন। এ ধরনের বিভিন্ন ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসার পর প্রশ্ন হলো এগুলো কি আসল ঘটনা, নাকি কোন ধরনের ফেক নিউজ?

এই প্রশ্নের উত্তরে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি জানান, “বিএনপি কখনো ফেরেস্তার দল নয়, বিএনপি হলো মানুষের দল, যা জনগণের জন্য কাজ করে। আমাদের দেশের মধ্যে যেসব ঘটনা ঘটছে, সেখানে ফেক খবরের ছড়াছড়ি আছে, তবে অনেক ঘটনা সত্যি। বিএনপি ইতোমধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে, এবং এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, বিএনপি একটি বৃহৎ দল, যার সদস্য সংখ্যা বিপুল। বিএনপি যাদের ওপর পদক্ষেপ নিয়েছে, তাদের মধ্যে অনেকেই দল থেকে বহিষ্কৃত। বিএনপি যতো লোকের ওপরে একশন নিয়েছে ততোগুলো সদস্য এক দলে নাই” ।

তথ্যসূত্রঃ https://youtu.be/ZxSsIRo7CmM?si=6dF37gnX4jzsysRi

মারিয়া

আরো পড়ুন  

×