ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

১৬ বছর প্রশ্ন করা যায়নি দেখেই আমরা রাজনীতির সাথে অসম্পৃক্তরা রাস্তায় নেমেছিলাম: শবনম ফারিয়া

প্রকাশিত: ০০:৫২, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:৫২, ১৩ মার্চ ২০২৫

১৬ বছর প্রশ্ন করা যায়নি দেখেই আমরা রাজনীতির সাথে অসম্পৃক্তরা রাস্তায় নেমেছিলাম: শবনম ফারিয়া

ছবি: সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, গত জুলাই মাসে তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, কারণ তখন ছাত্রদের সঙ্গে অন্যায় করা হচ্ছিল। আর আজকের ঘটনাও তাকে আবার কথা বলতে বাধ্য করেছে।

ফারিয়া লিখেছেন, "এই ছেলেটার সাথেও আজ অন্যায় হলো! এটি কি কারো বাপের দেশ যে কাউকে কোনো প্রশ্ন করা যাবে না? ১৬ বছর প্রশ্ন করা যায়নি বলেই আমরা, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই, তখন রাস্তায় নেমেছিলাম, কথা বলেছিলাম। এতোকিছুর পরও যদি আজ এই দৃশ্য দেখতে হয়, তাহলে একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত।"

তিনি আরও বলেন, "যদি কেউ অবৈধভাবে কোথাও ব্যবসা পরিচালনা করে, তবে তাকে সতর্ক করা যেতে পারে, তার কার্ট সরিয়ে দেওয়া যেতে পারে বা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা যেতে পারে ফুড স্ট্রিটের জন্য। কিন্তু যা ঘটেছে, তা কি ন্যায়সঙ্গত?"

শবনম ফারিয়ার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এম.কে.

×