ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এনসিপির পাঁচ তারকা হোটেলে ইফতারের আয়োজন, অর্থের উৎস কী? জানালেন হুমায়রা নূর

প্রকাশিত: ০০:৪৪, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:৫৪, ১৩ মার্চ ২০২৫

এনসিপির পাঁচ তারকা হোটেলে ইফতারের আয়োজন, অর্থের উৎস কী? জানালেন হুমায়রা নূর

ছবিঃ সংগৃহীত

এনসিপির (জাতীয়তাবাদী চেতনা পার্টি) নেতাদের পাঁচ তারকা হোটেলে ইফতারের আয়োজন নিয়ে নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে, এসব ইফতার অনুষ্ঠানে খরচের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই ব্যক্তির ইফতারের খরচ প্রায় ১৯ হাজার টাকা। প্রশ্ন উঠেছে প্রায়ই এই পাঁচ তারকা হোটেলগুলোতে ইফতার করছে এনসিপি, এত বড় খরচের অর্থের উৎস কী?

এ প্রশ্নের উত্তরে এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর বলেন, "এ ধরনের প্রশ্ন আসলে আমাদেরকে ট্রল করার উদ্দেশ্যে করা হচ্ছে নাকি এটি সত্যিকার অর্থে ভালো উদ্দেশ্যে প্রশ্ন করা হচ্ছে, তা বুঝতে পারছি না। যখন বলা হয়েছে বিএনপির বড় বড় ব্যবসায়ীরা আছেন, যারা অনুদান দিতে পারেন, আমাদেরও তো অনুদান দিতে পারেন এটা কেন আপনারা বিশ্বাস করছেন না যে আমাদেরকেও কেউ অনুদান দিতে আগ্রহী। অনেকেই আমাদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর প্রস্তাব দিয়েছেন, এমনকি আমাকেও ইনবক্সে অনেকে এ প্রশ্ন জিজ্ঞাসা করছেন"। 

তথ্যসূত্রঃ https://youtu.be/uY22fTOiK1c?si=QZCyrjgK0y7PBeQp

মারিয়া

×