ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাঙালি রাজনীতি থাকলেই তো, আওয়ামী লীগ থাকবে: ফজলুর রহমান

প্রকাশিত: ০০:৩৪, ১৩ মার্চ ২০২৫

বাঙালি রাজনীতি থাকলেই তো, আওয়ামী লীগ থাকবে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি থাকলে আওয়ামী লীগও থাকবে। তিনি মনে করেন, আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি তাদের নিজেদের কর্মফল এবং অতীত কর্মকাণ্ডের কারণেই সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, "আমি ১৯৬৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা শুনে ছাত্রলীগ করা শুরু করেছিলাম। ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ এমন অবস্থায় পড়েছে যে, তারা নিজেরাই নিজেদের রাজনীতি ধ্বংস করেছে।"

তিনি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, "যারা বঙ্গবন্ধুর রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই এখন আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে। এদের কারণে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে। আগামী দশ বছর পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে টিকে থাকতে পারবে না।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের পলিটিক্স থাকবেই, কারণ বাঙালির রাজনীতি থাকবে। বাঙালি ৯৯% এবং এই জাতীয়তাবাদের রাজনীতিই আওয়ামী লীগের ভিত্তি।"

বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তিনি বলেন, "বিএনপি হলো একটি প্ল্যাটফর্মভিত্তিক মডারেট পলিটিক্সের দল, যেখানে সবাইকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা আছে। বিএনপির মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের আদর্শ। জিয়ার মুক্তিযুদ্ধের ভূমিকা না থাকলে বিএনপিরও অস্তিত্ব থাকবে না।"

তিনি আরও বলেন, "তারেক রহমানকে দেশে ফিরতে হবে এবং নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। শক্ত নেতৃত্ব ছাড়া বিএনপি টিকে থাকতে পারবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/Ut2v6G3SLXs?si=yKuxX-XZOreiybKq

এম.কে.

×