ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ০০:১৩, ১৩ মার্চ ২০২৫

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গার সংকট সমাধান সর্বাধিক গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।


জানা যায়, ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা শিশুদের সাথে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তার এই প্রোগ্রামগুলো শেষ হওয়ার পর উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন।


মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব, এই দুইজনের সাথে ১ লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন।


ইউএন সেক্রেটারি জেনারেল উনি আগামীকাল বিকাল পাঁচটায় বাংলাদেশে আসবেন। বাংলাদেশে প্রথম দিন কোনো এঙ্গেজমেন্ট না থাকলেও, শুক্রবার এবং শনিবার, ১৪ই মার্চ ও ১৫ই মার্চ তার মূল কর্মসূচি শুরু হবে। উনি ঢাকায় এসে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাত শেষে উনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং তার সাথে একই প্লেনে কক্সবাজার যাবেন মাননীয় প্রধান উপদেষ্টা।


কক্সবাজারে মাননীয় প্রধান উপদেষ্টা কিছু পৃথক ইভেন্টে অংশগ্রহণ করবেন। উনি কক্সবাজার বিমানবন্দরের একটি প্রজেক্ট উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি, উনি একটি মডেল মসজিদও উদ্বোধন করবেন কক্সবাজারে।


ইউএন সেক্রেটারি জেনারেল কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের সাথে একটি প্রোগ্রাম করবেন এবং রোহিঙ্গাদের নিউট্রিশন বিষয়ক একটি ফুড সাপ্লাই সিচুয়েশন নিয়ে প্রেজেন্টেশন শুনবেন। এরপর, উনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে যাবেন এবং সেখানকার কালচারাল কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও, তরুণ রোহিঙ্গাদের সাথে বসে কথা বলবেন এবং একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন।


উনার এই প্রোগ্রামগুলো শেষ হলে, ইউএন সেক্রেটারি জেনারেল রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। ইফতার আয়োজন করা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা সৌজন্যে। এই ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে জাতিসংঘ মহাসচিবের সাথে যোগ দেবেন।


আশা করা হচ্ছে যে, এই ইফতার রোহিঙ্গাদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে, এবং তাদের নানা দুঃখ-কষ্টের মাঝে কিছু সময়ের জন্য তারা একটু শান্তি এবং স্বস্তি অনুভব করতে পারবেন।


জাতিসংঘ মহাসচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেদিনই কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন।


সূত্র:https://tinyurl.com/2zxtvaz8

আফরোজা

×