ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ড. আসিফ নজরুল

ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর ওপর নির্যাতন ও হয়রানি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে

প্রকাশিত: ২৩:১৫, ১২ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১৭, ১২ মার্চ ২০২৫

ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর ওপর নির্যাতন ও হয়রানি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে

ছবিঃ সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে আইনের সংস্কার করা হচ্ছে এবং এ বিষয়ে খসড়া প্রস্তুত করা হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, সরকার নারীর প্রতি নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরো বলেন, কিছু ব্যক্তি ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর প্রতি সহিংসতা চালাচ্ছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।

এদিকে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18gv8GN9FA/

মারিয়া

×