ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ছাত্রশিবির সভাপতি

শাহবাগের কুশীলরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে

প্রকাশিত: ২১:২৩, ১২ মার্চ ২০২৫

শাহবাগের কুশীলরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে

ছবিঃ সংগৃহীত

জামায়াত ইসলামের আমীর ড. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার এত বছর পরেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ নাগরিক গড়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হচ্ছে না। তিনি এসব কথা ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত এক ইফতার মাহফিলে বলেন।

ড. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষাঙ্গনে এখনো অস্ত্রবাজি এবং হানাহানি চলতে থাকায় শিক্ষার্থীরা সঠিক পথনির্দেশনা পাচ্ছে না। তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিলো, তবে সে লক্ষ্যে তেমন কোনো অগ্রগতি হয়নি।"

অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামও বক্তব্য রাখেন। তিনি বলেন, "যাদের কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিলো সেই শাহবাগের কুশীলরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/19zcpeby62/

মারিয়া

×