ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ঈদের আগেই সব শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ চায় জামায়াত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২১:০৫, ১২ মার্চ ২০২৫

ঈদের আগেই সব শ্রমিকদের  বেতন বোনাস পরিশোধ চায় জামায়াত

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত ইফতার মাহফিলে জামায়াত নেতারা দাবি করেছেন, ঈদের আগেই সকল শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধ করা হোক।

আজ বুধবার বিকেলে ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. এস এম আবুল বাশারের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার আমীর মোহাম্মদ বদরুদ্দিন, পৌর আমীর এহসানুল মাহবুব রুবেল, শ্রমিক নেতা আলহেরা ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাসুদ রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এস এম আবুল বাশার, পৌর সভাপতি সিরাজুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "পবিত্র মাহে রমজান সংযমের মাস। এ মাসে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছিল। তাই আমাদের জীবনে রমজানের শিক্ষা অনুযায়ী আচরণ করতে হবে।" তারা আরও বলেন, "শুধু নিজেরা ভালো থাকলেই হবে না, আমাদের সকলকে একসাথে ভালো থাকতে হবে। তাই রমজান মাসে পবিত্রতা রক্ষার জন্য সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"

বক্তারা পবিত্র ঈদুল ফিতরের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।
 

মারিয়া

×