
ছবিঃ সংগৃহীত
গতকাল ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের সাথে শাহবাহীদের সংঘর্ষের প্রতিবাদে আজ কর্মসূচিতে এক নেতা বলেন,ড. ইউনূসের সরকারকে ফালানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে শাহবাগকে। আমরা যদি শাহবাগী হতাম তাহলে ওদেরকে এনে শাহবাগে লটকাইয়া রাখতাম।
তিনি আরো বলেন, ধর্ষকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল সুশীল কথা বলে আমাদেরকে রিকনসিলিয়েশন এর কথা বলবা তোমাদের বিষদাঁত আমরা উপড়ে ফেলবো, আমরা এই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাইবোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবুও আপনাদের গায়ে আমরা হাত দিব না।
তিনি উল্লেখ করেন, আমি গতকাল অসুস্থ হয়ে গিয়েছি, এসময় ৫-৭ জন পুলিশ রাস্তায় কাতরাচ্ছে, একজন বলছে আমি হাসপাতালে যাব না কারণ তাহলে আমার রোজা ভেঙে ফেলবে, বুকের ওপরে লাথি মেরেছে তাদের, আপনারা বলেন, এই পুলিশেরা কী কাউকে ধর্ষণ করেছে, তাহলে তাদের ওপর এতো ক্ষোভ কিসের?
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1BSvxmQYCh/
মারিয়া