
ছবিঃ সংগৃহীত
মঙ্গলবার রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রমনা থানার এসআই আবুল খায়ের এই মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত ১২ জনের মধ্যে রয়েছেন, অঙঅঙ মারমা, সমাজতাত্ত্বিক ছাত্রফ্রন্টের ইডেন শাখার সভাপতি সুমাইয়া শাহিনা, এবং ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী আদ্রিতা রায়।
এর আগে, মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে 'বাংলাদেশ' ব্যানার নিয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ মোড় পেরিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ঘটে।
মারিয়া