ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের সাংবাদিকদের ’অকুতোভয়’ বলে প্রশংসা প্রেস সচিবের

প্রকাশিত: ১৯:২০, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৮, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশের সাংবাদিকদের ’অকুতোভয়’ বলে প্রশংসা প্রেস সচিবের

ছ‌বি: সংগৃহীত

একটি আন্তর্জাতিক লিগ্যাল রাইটস গ্রুপ যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের ওপর ১৫ মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করেছে, যা বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এই ডকুমেন্টারিতে জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ভয়াবহ গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে।

প্রেস সচিব জানান, এই প্রামাণ্যচিত্রটি মূলত মাল্টিমিডিয়া রিপোর্টার ও ফটোগ্রাফারদের সংগ্রহ করা ভিডিওর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তিনি বলেন, "এই আন্তর্জাতিক সংস্থা ৬,০০০ ভিডিও সংগ্রহ করেছে, সেগুলো পর্যবেক্ষণ করে ঘটনার সত্যতা নির্ণয় করেছে। একটি ভিডিওতে একজনের পাশের ছবি এসেছে, আরেকটি ভিডিওতে তার ভিন্ন দিক এসেছে—এইভাবে একাধিক ভিডিও মিলিয়ে পুরো চিত্র তৈরি করা হয়েছে।"

প্রেস সচিব বাংলাদেশি সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি অবাক হই, আপনাদের কাছে কোনো বুলেটপ্রুফ ভেস্ট নেই, মাথায় হেলমেট নেই—তবুও আপনারা হৃদয় দিয়ে কাজ করেছেন। এটি আসলেই অকুতোভয় সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, "আমরা শুনেছি অকুতোভয় সাংবাদিকতার গল্প, কিন্তু বাস্তবে অনেকেই সুবিধাবাদী ছিলেন। কিন্তু যাঁরা সত্যিকার অর্থে সাহসী ছিলেন, তাঁদের হাত ধরেই আজ এই গণহত্যার তথ্য বিশ্ববাসীর সামনে এসেছে।"

আবীর

×