ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ফ্যাসিস্টের সময়ে তৌহিদী জনতা কোথায় ছিলো?

প্রকাশিত: ১৮:৩২, ১২ মার্চ ২০২৫

ফ্যাসিস্টের সময়ে তৌহিদী জনতা কোথায় ছিলো?

ছবিঃ সংগৃহীত

নূরুল কবির, নিউ এইজ পত্রিকার সম্পাদক, সম্প্রতি একটি আলোচনা সভায় বলেছেন, "ফ্যাসিস্ট শাসনামলে ভয়ে তৌহিদী জনতা চুপ ছিলো না, বরং সেই সময়েও নারীদের প্রতি ধর্ষণ ও নিপীড়নের মতো ঘৃণিত ঘটনা ঘটেছিল। আমি এখানে ৫ বছরের ধর্ষণ এবং নারীর প্রতি নিপীড়নের কিছু পরিসংখ্যান তুলে ধরছি। সমাজে যে সমস্ত মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের বিরুদ্ধে এধরণের নিপীড়ন ঘটছে, এবং এটি কখনোই ক্ষমতার ছত্রছায়া ছাড়া সম্ভব নয়।"

তিনি আরো বলেন, "একটি ফ্যাসিস্ট শাসন দীর্ঘ সময় ধরে সমাজে বিরাজ করলে, তা অবচেতনভাবে সমাজের এক বড় অংশকে ছোট ছোট ফ্যাসিস্টে পরিণত করে তোলে। যখন ফ্যাসিজমের একটি সংগঠিত শক্তি রাষ্ট্র পরিচালনা করে, তখন সেই শক্তি অবশেষে অসংগঠিত সমাজের মধ্যে প্রবাহিত হয়, এবং মানুষ নিজেদেরকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী মনে করতে শুরু করে।"

তথ্যসূত্রঃ https://youtu.be/zhKCzF-3RNk?si=C5oLDm0IkiPQwGNC

মারিয়া

×