ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মহাখালি টার্মিনাল একটি রোল মডেল

প্রকাশিত: ১৭:৪০, ১২ মার্চ ২০২৫

মহাখালি টার্মিনাল একটি রোল মডেল

ছবি: দৈনিক জনকণ্ঠ

আসন্ন ইদুল ফিতর উপলক্ষ্যে বাসে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মহাসচিব ও জাতীয়বাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এডভোকেট শিমুল বিশ্বাস।

তিনি বুধবার রাজধানীর মহাখালি টার্মিনালে আয়োজিত মালিক শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত এক বৈঠকে এধরণের হুশিয়ারি উচ্চারণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম, মহাখারি টার্মিনাল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল ও গুলশান জোনের পুলিশের ডিসি সারোয়ারসহ বিপুল সংখ্যক মালিক-শ্রমিক।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, মহাখালি টার্মিনাল দেশের অন্যতম একটি মডেল টার্মিনাল। এখানে চাদাবাজি ও মাদকমুক্ত পরিবেশে মালিক শ্রমিকরা যাত্রী সেবা নিশ্চিত করতে যথেষ্ট আন্তরিক ও বলিষ্ঠ। সামনের ইদে যাতে এবারও যাত্রীদের সেবা ও নিরাপত্তা বজায় থাকে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কেউ যাতে কোন ধরণের বাড়তি ভাড়া ও যাত্রী বহন করতে না পারে সেজন্য মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

ঢাকা সড়কের সাধারণ সম্পাদক সাইকুল আলম বলেন, মহাখালিতে বাস যাত্রীরা ইদের সর্বোচ্চ সেবা পায় সেজন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হচেছ ঢাকা সড়কের সার্বিক তত্ত্বাবধানে বাস চলাচলে চালক ও শ্রমিকদের আচরণও নজরদারিতে রাখা হবে। ইদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসসের সহযোগিতা কামনা করেন তিনি।

শিহাব

×