
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজানে দিনের বেলা রোজা না রেখে হোটেলে গিয়ে খাবার খাওয়ায় কয়েকজন ব্যক্তিকে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি হিন্দু দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখে শাস্তি হিসেবে তাদেরকে কান ধরে উঠবস করানো হয়।
এছাড়া, রোজা না রেখে দিনের বেলায় কোনো খাবার দোকানে কেউ খাবার খেলে সে দোকান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়।
তবে হিন্দুদের জন্য কোনো বাধা নেই জানিয়ে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, 'অনেক হিন্দুদের দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় হিন্দু দোকানগুলোতে যেন মুসলমান কেউ আহার না করতে পারে, সে ব্যাপারে সতর্ক করার জন্য আমরা এ অভিযান চালিয়েছি।'
ভিডিও দেখুন: https://tinyurl.com/48fwhwn7
রাকিব