ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শাপলা চত্বরে হামলায় শীর্ষ পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করাই প্রধান লক্ষ্য

প্রকাশিত: ১৬:৫৩, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৫৩, ১২ মার্চ ২০২৫

শাপলা চত্বরে হামলায় শীর্ষ পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করাই প্রধান লক্ষ্য

ছ‌বি: সংগৃহীত

শাপলা চত্বরে ২০১৩ সালের অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গণজাগরণ মঞ্চ শুধু অভিযানের পটভূমি তৈরিতেই নয়, বরং সরাসরি সহিংসতায়ও জড়িত ছিল। তদুপরি, ইমরান এইচ সরকার সে সময় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অভিযানের পরিকল্পনায় অংশ নেন। এসব কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং আদালতে তা উপস্থাপন করা হয়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, শাপলা চত্বরে হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি, তবে তদন্ত শেষে তা প্রকাশ করা হবে। এ ঘটনায় দায়ী শীর্ষ পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করাই প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আবীর

×