
ছবি: সংগৃহীত।
সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের তৃতীয় স্ত্রী ডা. ফরিদা হক নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে আলোচনায় রয়েছেন। তিনি আশুলিয়ার তালবাগের ফজলুল হকের মেয়ে। কলেজে পড়ার সময় প্রথম বিয়ে করলেও পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এনামুর রহমানের সঙ্গে তার সম্পর্কের পর, ফরিদা সাভারের 'ফার্স্ট লেডি' হিসেবে পরিচিতি পেয়ে যান এবং বিভিন্ন সরকারি চাকরি, ঠিকাদারি কাজ, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে বিশাল অর্থ অর্জন করেন। তবে সম্প্রতি ফরিদার অপকর্মের তথ্য প্রকাশ পাচ্ছে।
এনাম মেডিকেল কলেজে ভর্তি বাণিজ্য, সরকারি পদোন্নতি ও চাকরি প্রদান, এবং অবৈধ কমিশন আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, হাসপাতালের কর্মচারী ও শিক্ষার্থীদের মারধরের ঘটনা বাড়ছে। গত সপ্তাহে এনাম নার্সিং কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে প্রতিবাদ সৃষ্টি হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, ফরিদার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বিষয়গুলো যাচাই করা হচ্ছে।
নুসরাত