
অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই বলে মন্তব্য করেছেন, হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ এর সভাপতি মোস্তফা আল হোসাইন।
গতকাল বুধবার ( ১২ মার্চ) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে েএক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন মোস্তফা।আর সে পোস্ট আজ নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণঞ্চাল্যের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে মোস্তফা জানান, অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।
দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার।
হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷
বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।
ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।
ফুয়াদ