ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শাহবাগী অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব: সাদিক কায়েম

প্রকাশিত: ১২:৩৫, ১২ মার্চ ২০২৫

শাহবাগী অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব: সাদিক কায়েম

জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা, নাগরিক, উলামা, হুফফাজ ও ক্বারীদের রক্ত পানকারী শাহবাগী এই অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব বলে মন্তব্য করেছেন, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

আজ বুধবার (১২ মার্চ)  নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সাদিক।

সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে বলেন, সমস্ত ক্ষমতা ও সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর শপথ! জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা, নাগরিক, উলামা, হুফফাজ ও ক্বারীদের রক্ত পানকারী শাহবাগী এই অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।

পোস্টের শেষে সাদিক উল্লেখ করেন, ইনকিলাব জিন্দাবাদ।

ফুয়াদ

×