ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না: মির্জা আব্বাস

প্রকাশিত: ০৪:২৩, ১২ মার্চ ২০২৫

টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না: মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, টাকা হলে সব সাংবাদিকদের কেনা যায় না। ‘একটি বিশেষ দল সম্পর্কে কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র কিছুই লিখছেন না। কিছুই লিখছেন না আপনারা। শুধু লিখছেন বিএনপি সম্পর্কে, যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন।’ তিনি বলেন, ‘আরও অনেক কিছু আছে তো। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিছুই লিখছেন না।’ 

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা আব্বাস। ‘আমরা বিএনপি পরিবার’ নামে বিএনপির একটি সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ওরা মনে করে টাকা হলেই বোধ হয় সবাইকে পকেটে নেওয়া যায়। কিন্তু এটা ওরা জানে না টাকা হলে সব সাংবাদিকদের কেনা যায় না। ওই লোকগুলো যদি অবৈধ টাকা নিয়ে এভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এ দেশের মানুষকে, গণতন্ত্রকে তারা রুদ্ধ করে ফেলবে।’

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে মির্জা আব্বাস বলেন, ‘শুধু ব্যবসায়ীরা নয়, সচিবালয়েও খোঁজ নেন, আওয়ামী লীগের দোসররা কীভাবে সেখানে বসে আছে। আওয়ামী লীগের দোসররা সচিবালয়, থানা, ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় অবস্থান নিয়েছে। সুতরাং ওদের সম্পর্কে খোঁজখবর নিয়ে মানুষের সামনে তুলে ধরুন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কী অবস্থান, কোথায় অবস্থান, এটা আজকে আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।’

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1CSJEVxRq2/

রিফাত

×