
ছবিঃ সংগৃহীত
গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কী?
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রুমিন ফারহানা।
তিনি বলেন, সরকার নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র সমালোচনা হচ্ছে, সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বলছে এর মধ্যে দাঁড়িয়েও এনসিপি তারা সরকারকে ডিফেন্স করার সর্বোচ্চ চেষ্টা করছে। এই সরকার আসলে নিরপেক্ষ না। এই সরকার আপ্রাণ চেষ্টা করছে একটি দলকে পেট্রোন করার এবং সেই দলটিও আপ্রাণ চেষ্টা করছে সরকারকে যে করেই হোক ডিফেন্ড করার।
রুমিন আরো বলেন, সরকার কমিশন গঠন করেছেন, সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে কিন্ত তারপরে তারা এত লেজেগোবরে অবস্থা করে ফেলেছে তাতে তাদের প্রশংসা আর করতে পারছি না। এমনকি যে সময়ের ভিতর কমিশনগুলোর রিপোর্ট দেয়ার কথা ছিল, সব কমিশন সেটাও পারেনি।
তিনি আরো বলেন, সংবিধান সংশোধন করার জন্য সংসদই যথেষ্ট, গণপরিষদের দরকার নেই। গণপরিষদ তখন দরকার হয়, যখন একটি নতুন সংবিধান প্রনয়নের দরকার হয়। সেটি কখন হয়, যখন নেপালের মত রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসতে হয় কিংবা সমাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসতে হয়। এ রকম জায়গাগুলোতে সাধারণত আমরা সব পরিবর্তন করে নতুন সংবিধান প্রনয়ন করতে দেখি৷
রিফাত