ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রাষ্ট্রের পাওয়ার তিন ভাগ হয়ে গেলে; চলবে কীভাবে?

প্রকাশিত: ০৩:১৮, ১২ মার্চ ২০২৫

রাষ্ট্রের পাওয়ার তিন ভাগ হয়ে গেলে; চলবে কীভাবে?

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবু হেনা রাজ্জাকী একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেছেন, রাষ্ট্রের পাওয়ার তিন ভাগ হয়ে গেলে; চলবে কিভাবে? 

তিনি বলেন, সরকার বলতেছে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, অথবা সরকার বলতেছে আমাকে দলমত নির্বিশেষে সবাই নিয়োগ দিয়েছে, ভালো কথা। একটা রাষ্ট্রের ৩টা ভাগে পাওয়ার থাকে, চলে কীভাবে? 

ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার, আর রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে, শেখ হাসিনার সরকার সে। শেখ হাসিনা তো মসজিদের ইমাম সাহেবকে রাষ্ট্রপতি বানান নাই। তার খাসলতের একজনকেই বানিয়েছিল। তাহলে হাসিনার খাসলতের একজন রাষ্ট্রপ্রধান, আর ইউনূস সাহেব সরকার প্রধান। দেশটা চলে কীভাবে তাহলে। সেনাপ্রধান আবার ৫ই আগস্ট বলছে আমি দায়িত্ব নিলাম দেশের। তাহলে ৩টা শক্তি, এদের তো একসাথে আসতে হবে। আপনার এখানেই তো ইউনিটি নাই, তাহলে রাষ্ট্রের ইউনিটি কী আশা করেন।

 

সূত্রঃ https://youtu.be/VMRpgC9iI6g?si=qYtUYIvRx1eEeK3j

রিফাত

×