
ছবিঃ সংগৃহীত
গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তবে এর আগে অবশ্যই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার। রাজনীতিবিদ, পেশাজীবী ও আলেমদের সম্মানে আয়োজিত ইফতারে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহবান দলটির শীর্ষ নেতাদের।
ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবী ও আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এনসিপির শীর্ষ নেতারা জানান, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারে সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে। দেশের রাজনীতিতে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হানাহানি জনগণ চায় না। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান নেতারা।
রিফাত