
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচার হাসিনার তৈরি শাহবাগ গণজাগরন মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তার হঠাৎ দাবি নিয়ে সক্রিয় হওয়ার প্রতিবাদ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। একই সঙ্গে প্রতিবাদ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার (১২ মার্চ) মধ্য রাতে ঢাবির বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা ২০১৩ সালের শাহবাগীদের নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছে টিএসসি এলাকায়।
এ সময় এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি হচ্ছে যেই শাহবাগ ফ্যাসিবাদকে উত্থান করেছিল সেই শাহবাগের সবথেকে বড় খল নায়ক লাকি আক্তার প্রকাশ্যে মিছিল করেছেন। সেই সাথে তারা পুলিশের উপর ন্যাক্কারজনক হামলা করেছে আন্দোলনে নেমে। ধর্ষণের বিরুদ্ধে সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, কিন্ত এই শাহবাগি লাকি আক্তার ১০ বছর পর এসে রাজপথে দাড়াচ্ছে। অথচ এই লাকি আক্তার ফ্যাসিবাদের উত্থান করে মব কালচার শুরু করেছিল।
তিনি আরো বলেন, আমরা মনে করি এই লাকি আক্তার একটি ষড়যন্ত্র সৃষ্টি করছে দিল্লির প্রেস্ক্রিপশনে। আমরা মনে করি জাতিসংঘের মহাসচিবের ঢাকায় আগমন ও প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে লাকি আক্তাররা একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।
রিফাত