
ছবি: সংগৃহীত।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং কমান্ড চেইনের ভাঙনের মতো বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি স্পষ্টতই বাংলাদেশের স্থিতিশীলতা ও সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিচালিত একটি অপপ্রচারের অংশ।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সংবিধানের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ। চিফ অব আর্মি স্টাফের নেতৃত্বে সেনাবাহিনীর কমান্ড চেইন দৃঢ় রয়েছে এবং বাহিনীর সকল সদস্য, বিশেষ করে জ্যেষ্ঠ কর্মকর্তারা, সংবিধান, চেইন অব কমান্ড ও দেশের জনগণের প্রতি অবিচল আনুগত্য বজায় রেখেছেন। সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো বিভেদ বা অসন্তোষ রয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও বিদ্বেষপ্রসূত।
বিশেষভাবে দ্য ইকোনমিক টাইমস বারবার এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা উদ্বেগজনক। গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখেও একই গণমাধ্যম মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছিল। এই ধারাবাহিক অপপ্রচার সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরছে। এছাড়া, কিছু অনলাইন পোর্টাল এবং কিছু অখ্যাত ও অবিশ্বস্ত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা তথ্য প্রচার করে অপপ্রচারে শামিল হয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করার পরিবর্তে, এসব গণমাধ্যম বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে সংশয় ও অবিশ্বাস সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
আমরা এসব গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করার আহ্বান জানাই এবং তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন অনুমানভিত্তিক ও সাড়াজাগানো (সেনসেশনালিস্ট) প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকে। প্রতিবেদন প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করা এবং সেনাবাহিনীর বিষয়ে তথ্য জানতে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করা তাদের নৈতিক দায়িত্ব। আইএসপিআর সবসময় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত সঠিক ও আনুষ্ঠানিক তথ্য প্রদান করতে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই যে, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং এমন বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকে, যা অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে।
--------------------------
ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়ার অনুবাদ
সায়মা ইসলাম