ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

স্বাধীনতা পুরস্কার কারা পাচ্ছেন, জানালেন উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ০০:৪৬, ১২ মার্চ ২০২৫

স্বাধীনতা পুরস্কার কারা পাচ্ছেন, জানালেন উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

একটি ছবি প্রকাশ করে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন যারা এমন একটি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি আলোচিত পোস্ট শেয়ার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যেখানে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন যারা এমন একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। 

তার শেয়ার করে পোস্টটিতে তিনি লিখেছেন, ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে শহীদ হন আবরার ফাহাদ। 

তিনি আরো লিখেছেন, এই সাতজনের মধ্যে বদরুদ্দীন উমর ছাড়া বাকি ছয়জনই মরণোত্তর পুরস্কার পাচ্ছেন।

এই পোস্টটিতে তিনি একটি ছবি প্রকাশ করেছেন যেখানে, যারা এই পুরস্কার পাচ্ছেন তাদের ছবির সংযুক্ত করা হয়েছে। 

অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শেয়ার করা পোস্টটি। অসংখ্য রিয়াক্ট এবং কমেন্টে বেশ আলোচনায় রয়েছে।

শিলা ইসলাম

×