
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ তার ফেরিফাইড ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত দিয়েছেন। তিনি বলেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি, এবং এর জন্য পুলিশের কার্যকর ভূমিকা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় পুলিশই আসামিদের গ্রেফতার করেছে। বনানীতে ছিনতাই চক্রের সদস্যদেরও পুলিশ সক্রিয়ভাবে আটক করেছে। সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকলেও, এককভাবে তারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। তাই পুলিশের কার্যক্রম পুরোপুরি সক্রিয় থাকা প্রয়োজন, অন্যথায় নাগরিক সেবা ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
তিনি আরও বলেন, পুলিশের মনোবল একসময় ভেঙে পড়েছিল, তবে এখন তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংস্কার ও পর্যাপ্ত সময়ের প্রয়োজন। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও পুনর্গঠনের সুযোগ দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ায় অতিরিক্ত তাড়াহুড়ো করা হলে তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
তথ্য উপদেষ্টা জানান, আগামী কয়েক মাসের মধ্যে পুলিশের কাঠামোগত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে নাগরিকবান্ধব পুলিশ গঠনের জন্য সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নেও জনগণের অংশগ্রহণ প্রয়োজন।
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরও কী কী উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে সরকার আন্তরিক। তবে, যেকোনো নাগরিক আন্দোলনকে যাতে সরকারবিরোধী ষড়যন্ত্রকারীরা অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অস্থিতিশীলতা বা মব তৈরি করার চেষ্টা প্রতিহত করা জরুরি।
তিনি বলেন, সরকার জনবান্ধব ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু, আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে যদি গণপিটুনি বা মব জাস্টিসের সংস্কৃতি চালু হয়, তাহলে তা সমাজের জন্য হুমকিস্বরূপ হবে। তিনি সতর্ক করে বলেন, "Justice Hurried, Justice Buried"—আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে বিচারের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সরকারবিরোধিতা কোনো ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে না। গণ-অভ্যুত্থানের সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে সমাধান খুঁজতে হবে। সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই হবে সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য পথ।
শেষে তিনি বলেন, বাংলাদেশ সকল নাগরিকের। তাই নাগরিক আন্দোলন যেন সহিংসতার রূপ না নেয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো ধরণের সহিংসতা প্রতিহত করতে বদ্ধপরিকর।
সায়মা ইসলাম