ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তরুণদের অর্জন ম্লান হতে দেখলে বুক ভেঙে যায়: নূরুল কবির

প্রকাশিত: ০০:২৯, ১২ মার্চ ২০২৫

তরুণদের অর্জন ম্লান হতে দেখলে বুক ভেঙে যায়: নূরুল কবির

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের কিছু কর্মকাণ্ড এবং বিতর্কিত আচরণ সমাজে উদ্বেগ তৈরি করেছে।

তিনি মনে করেন, এসব কর্মকাণ্ড শুধু তাদের ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করছে না, বরং পুরো প্রজন্মের প্রতি মানুষের আস্থা ও গৌরবকে ম্লান করে দিচ্ছে।

একটি আলোচনায় অংশ নিয়ে নূরুল কবির বলেন, সরকার কি আদৌ কোনো প্রতিরোধ শক্তিকে ভয় পায়, নাকি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে— এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে, তৌহিদী জনতার আন্দোলনে উপস্থিত থাকা কিছু ব্যক্তি পূর্ববর্তী বিভিন্ন ঘটনার সঙ্গেও যুক্ত ছিলেন। এসব বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব শুধু ফ্যাক্ট-চেকিং করা নয়; বরং গোয়েন্দা সংস্থারই আগে থেকে এসব তথ্য জানা এবং পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময় যারা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেমন সরকারের দায়িত্ব, তেমনি বর্তমান সরকার সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে ওঠা বিতর্কও তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে আন্দোলনের নেতৃত্বে থাকা কিছু ব্যক্তি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের যে ব্যাখ্যা দিচ্ছেন, তা কতটা স্বচ্ছ বা কোনো সমঝোতার ভিত্তিতে নেওয়া হচ্ছে কি না—এ নিয়েও প্রশ্ন উঠছে।

নূরুল কবির বলেন, সরকার যদি আইনানুগভাবে দায়িত্ব পালন করত, তাহলে এ বিষয়গুলোর যথাযথ তদন্ত করা হতো। কিন্তু বাস্তবতা হলো, সরকার এখনো এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এমনকি এ নিয়ে চিন্তাও করছে বলে মনে হচ্ছে না।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "সরকার কি তবে ভীত? কারণ, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, তারাই তো আন্দোলনকারীদের প্রকারান্তরে নিয়োগকর্তা!"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণদের সম্পর্কে পূর্ববর্তী প্রজন্মের ভুল ধারণা ছিল যে তারা শুধুই প্রযুক্তিতে মগ্ন, ফেসবুক-বইয়ে ব্যস্ত। কিন্তু এই তরুণরাই অগণতান্ত্রিক সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে, নিপীড়ন সহ্য করেছে, গ্রেপ্তার হয়েছে এবং ইতিহাস গড়ে গণঅভ্যুত্থান সংঘটিত করেছে—যা দীর্ঘ ১৫ বছর ধরে অন্য কোনো রাজনৈতিক শক্তি করতে পারেনি।

তবে সাম্প্রতিক সময়ে আন্দোলনে যুক্ত কিছু তরুণের কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে সমাজে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে কিছু বক্তৃতা ও আচরণ মব ভায়োলেন্সকে উসকে দিচ্ছে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "এভাবে নিজেদের অর্জিত মর্যাদা, শুধু ব্যক্তিগত নয় বরং গোটা প্রজন্মের গৌরব, নষ্ট করা হচ্ছে। এটা দেখতে সত্যিই বুক ভেঙে যায়।"

ভিডিও দেখুন: https://youtu.be/nJ0qjCXNnKI?si=SEXSC9-TObwFwNCu

এম.কে.

×