
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি আছিয়ার ধর্ষণের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই বিষয়ে সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনিন মানিক মন্তব্য করেন। তিনি বলেন, "বোন জামাইয়ের সহযোগিতায় পিতা, এবং ছেলের সহযোগিতায় বাবা যে ধরনের আচরণ করেছে, তা নিঃসন্দেহে ভয়াবহ ও অস্বাভাবিক। এটি আসলে অবর্ণনীয়, অকল্পনীয়, এমন একটি ঘটনা যা বিশ্বাস করা কঠিন।"
তিনি আরও যোগ করেন, "এ ধরনের ঘটনা আগেও ঘটে থাকতে পারে, তবে এই বিশেষ ঘটনা আমাদের সমাজে একটি গভীর দাগ রেখে গেছে। এটি আমাদের নৈতিক শিক্ষার বড় এক অবক্ষয়ের প্রতিফলন।"
মানিক বলেন, "বাবা-মাকে তাদের সন্তানদের প্রতি আরও সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। নারী বা পুরুষ, যেই হোক না কেন, শিশুদের সঠিক ও ভুল স্পর্শের পার্থক্য বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "আমাদের সমাজ এখনও পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়নি, যার ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।"
শিশুদের নিরাপত্তা এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিশেষত শিশুদের ক্ষেত্রে, যারা এত অল্প বয়সে নানা ধরনের বিপদের শিকার হতে পারে, তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা একান্তভাবে প্রয়োজন।"
তিনি বলেন, একটা ছোট্ট দেহ, সেটার ওপর ঝাঁপিয়ে পড়লো শকুনের মতো। আমি যদি শিশুটার অবয়ব এর কথাই বলি, সে একটা ছোট্ট শিশু, তার শরীরে কী আছে! উল্লেখ করে বলেন, আমাদের গণজাগরণ হয়েছে এখন আমাদের অন্তরের জাগরণ দরকার।
মারিয়া