
ছবিঃ সংগৃহীত
রমনা বিভাগের ডিসি মাসুদ বলেছেন, "আমাদের সঙ্গে আন্দোলনকারীদের এগ্রিমেন্ট ছিলো যে, তারা এখানে আসবে এবং আমরা ৫ জন প্রতিনিধি পাঠাবো, তাদের সঙ্গে কথা বলতে। কিন্তু আমরা তাদের ঢুকতে দিইনি, এটা আমাদের অপরাধ। অন্য কিছু নয়, তাদের প্রতিনিধি পাঠানোর ব্যাপারে সম্মতি ছিল, তারা রাজি হয়েছিলো, কিন্তু এখন তারা বলছে, তারা আর যাবে না। তাদের যাওয়া না-যাওয়া তাদের ব্যাপার। আমি বাসভবনে বলে রেখেছিলাম, তারা রেডি ছিলো। যেহেতু তারা আর যাবে না, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।"
তিনি আরও বলেন, "দেখুন, এত মিডিয়া আছে, কোথাও কি দেখেছেন আমরা লাঠি পেটাচ্ছি? সাউন্ড গ্রেনেড মারছি? কিছুই করিনি। এটুকু যদি আমরা নয়া করি, আমরা যদি দাঁড়িয়ে না থাকতে পারি, ভেতরে যাওয়ার জন্য যদি তাদেরকে আমরা এলাউ করি তাহলে আমার আর চাকরি করার দরকার টা কী? বলে প্রশ্ন করেন তিনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/16D3QacC96/
মারিয়া