
ছবি: সংগৃহীত
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা দাবি করেছেন, তারা লাঠিচার্জ করেননি বরং আন্দোলনকারীদের হামলা নিবৃত্ত করার চেষ্টা করেছেন।
আজ ১১ই মার্চ মঙ্গলবার গণতান্ত্রিক বাম জোটের একটি পদযাত্রা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গেলে পুলিশ বাধা দেয়। এক কর্মকর্তা জানান, আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।
তিনি বলেন, “আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা ব্যারিকেড ভাঙতে চেয়েছে।” পুলিশের ভাষ্যমতে, রমনা জোনের একজন পুলিশ হামলার শিকার হন এবং তার পোশাক ছিঁড়ে যায়।
পুলিশের দাবি, "আমাদের লাঠি ছিল না, গ্রেনেড ব্যবহার করিনি, শুধু প্রবেশ ঠেকানোর চেষ্টা করেছি। যদি এটাও দোষ হয়, তাহলে আমাদের চাকরি করার দরকার কী!”
আলোচনার জন্য পাঁচজন প্রতিনিধি পাঠানোর কথা থাকলেও আন্দোলনকারীদের একাংশ শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলায়। সংঘর্ষে সাত-আটজন আহত হন, কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ভাষ্যমতে, তারা কেবল নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে।
উল্লেখ্য, গণতান্ত্রিক বাম জোট ধর্ষণবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করেছিল, যা পুলিশের বাধার ফলে ব্যাহত হয়।
আবীর