ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য চীনে ৪ টি হাসপাতাল নির্ধারণ

প্রকাশিত: ১৫:২৯, ১১ মার্চ ২০২৫

বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য চীনে ৪ টি হাসপাতাল নির্ধারণ

ছবি: সংগৃহীত।

বিমান ভাড়া কমানো ও যাত্রা সহজ হলে চীন হতে পারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার নতুন গন্তব্য। প্রথমবারের মতো ৩১ জন রোগীকে ইউনান প্রদেশের কুনমিং শহরে নিয়ে গেছে চীনা দূতাবাস। এ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, চীনের সঙ্গে বাংলাদেশের নতুন এক অধ্যায় শুরু হলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিংয়ে চিকিৎসা নিতে যাওয়া প্রথম ব্যাচের রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ৩১ সদস্যের এই দলে রয়েছেন চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

রোগীদের নিয়ে চীন যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রোগীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "বাংলাদেশিদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই চীনা দূতাবাস এই উদ্যোগ নিয়েছে। রোগীদের চিকিৎসা সংকট মোকাবেলায় আমরা চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করেছি, যেখানে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া বিমান ভাড়া কমানো ও যাত্রা সহজ করারও উদ্যোগ নেওয়া হয়েছে।"

পররাষ্ট্র সচিব বলেন, "চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসার সুবিধার্থে যাত্রা সহজ ও বিমান ভাড়া কমানোর ব্যবস্থা করা হবে।"

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দুই ঘণ্টার যাত্রার পর কুনমিং পৌঁছায় রোগীদের দলটি। সেখানে বাংলাদেশ দূতাবাস ও চীনা সরকারের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে রোগীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, "মেডিকেল টুরিজম নিয়ে চীনের সঙ্গে কাজের আরও সুযোগ সৃষ্টি হবে। এখানকার চারটি ক্যান্সার হাসপাতালে বাংলাদেশিরা চীনা নাগরিকদের মতো একই খরচে চিকিৎসা নিতে পারবেন। আমাদের অনুরোধে আরও একটি ক্যান্সার হাসপাতালসহ মোট চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বিশেষভাবে নির্ধারিত করা হয়েছে।"

রাষ্ট্রদূত আরও জানান, কুনমিংসহ অন্যান্য প্রদেশেও বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে, যা দুই দেশের চিকিৎসকদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে।            

নুসরাত

×