ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কর্মবিরতিতে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা

প্রকাশিত: ১৪:০৮, ১১ মার্চ ২০২৫

কর্মবিরতিতে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা

ছবি সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিএমডিসির বিরুদ্ধে রিট প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) থেকে কর্মবিরতি শুরু করেছেন। তাঁদের এই আন্দোলনের ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল ৯টা থেকে কুমেক হাসপাতাল প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসকরা প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি শুরু করেন। বিক্ষুব্ধ চিকিৎসকরা জানিয়ে দেন, তারা তাদের ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 

ইন্টার্ন চিকিৎসকরা তাদের আন্দোলনের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন, যেগুলোর মধ্যে রয়েছে:

  • এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ 'ডাক্তার' উপাধি ব্যবহার করতে পারবেন না।

  • ওটিসি (ওভার দ্য কাউন্টার) ওষুধের তালিকা আপডেট করা হোক।

  • স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট দ্রুত সমাধান করতে হবে।

  • ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে।

  • চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

এ দিনের কর্মবিরতির অংশ হিসেবে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন। এক প্রতিবাদ সমাবেশে তারা সরকারের কাছে দাবি জানান এবং তাদের দাবি পূরণের জন্য সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান।

কর্মবিরতির কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে আসা রোগীরা বিপদে পড়েছেন। চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হওয়ায়, অনেক রোগী সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেননি, ফলে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আশিক

×