ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বাণিজ্য ও ভিসা ইস্যুতে আলোচনা করতে

তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৫, ১১ মার্চ ২০২৫

তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা তিনদিনের সফরে মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঢাকায় পৌঁছাবেন। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

ঢাকা সফরকালে ড. টাঙ্গারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এবং ঢাকা চেম্বারের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ও বিনিয়োগ সহযোগিতার সুযোগ খতিয়ে দেখা হবে।

এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। এটি উভয় দেশের জনগণের জন্য পারস্পরিক ভ্রমণ সহজতর করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও বাংলাদেশ সফর করেছেন। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথমবারের মতো ঢাকা সফর করেন। এবারের সফর দুই দেশের সম্পর্ক আরও সুসংহত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

রাজু

×