ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগকে দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ০৫:৩৬, ১১ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগকে দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা একমত। আমরা অলরেডি সবাই শহীদ। আমাদের বুকে আর ভয় নাই। আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামব। আওয়ামী লীগের খুনি মন্ত্রী, ব্যবসায়ী গোষ্ঠী যারা হাসিনা রেজিমকে টিকিয়ে রেখেছিলেন, বুদ্ধিজীবী-শিক্ষক যারা খুন-গুম-নির্যাতনের মাধ্যমে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, যে সংবিধানের কারণে আমাদের এত ভাই শহীদ হয়েছে, সেই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন করে মাঠে নামতে হবে। নতুন সংবিধান গণপরিষদ বিচার এবং সংস্কারের দাবিতে আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আহত শহীদ পরিবার আবার মাঠে নামব, রাজপথের লড়াইয়ে দেখা হবে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1FU8CBjZA2/

রিফাত

×