
ছবিঃ সংগৃহীত
আমার ছেলে আব্দুর রহমান জিসান গত ২০ জুলাই ফ্যাসিবাদী হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে খুন হয়৷ যাত্রাবাড়ীর রায়েরবাগে আমার ছেলে ছাত্রদের সাথে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আন্দোলনকারীদের পানি বিতরণ করতে এসেছিলো। তখন পুলিশ বাহিনী আমার ছেলের মাথায় গুলি করে তাকে হত্যা করে।
আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ছিলো৷ আমি কোন রকম আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ১৬ সেকেন্ড কথা বলতে পারি, তখন শুনি আমার ছেলের মাথায় গুলি লেগেছে।
এরপর আমি বাংলাদেশে আসি, আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ঠিক তার এক সপ্তাহ পরে আমার ছেলের বউ আত্মহত্যা করে। আমার ছেলে বিয়ে করেছে ১৩ মাস হয়েছিল। তারা মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের বউ আত্মহত্যা করে৷ আমরা এখনো জানি না এই হত্যার ন্যায় বিচার পাব কি না।
আমার ছেলে হারালাম, ছেলের বউ হারালাম, আমার বিদেশের জীবনও নষ্ট হয়ে গেল। আমার শুধু একটাই দাবি সবার কাছে এই হাসিনা আর তার পুলিশ বাহিনীর যেন ন্যায্য বিচার হয়।
রিফাত