ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অন্তর্বর্তী সরকার মহাপণ্ডিত, আমরা কিছুই বুঝি না: সায়ন্থ

প্রকাশিত: ০১:৫৮, ১১ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকার মহাপণ্ডিত, আমরা কিছুই বুঝি না: সায়ন্থ

ছবিঃ সংগৃহীত

জি-নাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ন্থ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।  

উপস্থাপকের প্রশ্ন ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, ডিএমপি কমিশনার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় তিনি অক্সিলারি ফোর্স হিসেবে সিকিউরিটি এজেন্সিগুলোকে পাওয়ার দিতে চান, এটি কি আসলে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়া নাকি।

জবাবে সায়ন্থ বলেন, অবশ্যই এটা স্বীকার করে নেয়া, তাদের ফোর্সের যে অপর্যাপ্ততা তা স্বীকার করা। এর মধ্যে দোষ বা লজ্জার কিছু নেই৷ এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জনগণকে বার্তা দিতে পারেনি তারা যে, কেউ অপরাধ করে এক বিন্দু ছাড় পাবে না। এই বার্তাটা দিতে পারলে মানুষ ভয় পেত, সন্ত্রাসীরা ভয় পেত। 

তিনি বলেন, খুনের কোন বৈধতা হয় না। কেউ খারাপ হলে তাকে খুন করা বৈধ না। মৃত্যুদণ্ড নানান সময়ে নানান ভাবে হয়েছে, নতুন বাংলাদেশে আপনি কীভাবে করবেন। যেখানে সারা পৃথিবী মৃত্যুদণ্ড থেকে বেড়িয়ে আসছে। আপনি কতদূর পর্যন্ত টেনে নিবেন, সেই বিষয়টাও স্পর্শকাতর৷ 

গণঅভ্যুত্থানের যে পক্ষের শক্তি আছে তাদের আগেই বুঝানো উচিত ছিলো, আইনের প্রতি বিশ্বাস রাখার। কিন্ত এই সরকার তা পারেনি৷ ৭ মাস আগেই বলেছিলাম, পুলিশের যে লাঠিয়াল বাহিনী আছে তাদের লাগাম টেনে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি থেকে কিছু কন্সটেবল ও এসআই নিয়োগ দিয়ে মাঠে নামাতে। তাহলে এখন কিছুটা হলেও আইনশৃঙ্খলার উন্নতি হত। এই সময়ে এসে সিকিউরিটি গার্ডদের অক্সিলারি ফোর্স হিসেবে নামানো লাগতো না তাইলে আর।

তারা সময়ের কাজ সময়ে করবে না, কারো পরামর্শ গ্রহণ করবে না। তারা বিশাল পণ্ডিত। তারা সংস্কার করবে, তারা যা বুঝে তাই করবে। আর মানুষ কিছু বুঝে না। আমরা যে ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখালেখি করে যুদ্ধ করে এলাম তারা কিছু বুঝে না, বুদ্ধিজীবী, সাংবাদিক কেউ কিছু বুঝে না। শুধু যারা একটা পদে বসে আছে তারা সব বুঝে।

 

সূত্রঃ https://fb.watch/yeWyd7Dj1r/

রিফাত

×