
ছবি: সংগৃহীত
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি সম্প্রতি এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, "পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম, তাহলে আমাকেও রাজাকার উপাধি দেওয়া হতো। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি।"
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে আজহারি বলেন, "আওয়ামী মতের অনুগত হলে মুক্তিযোদ্ধা, আর বিরোধিতা করলেই রাজাকার বলে দাগিয়ে দেওয়া হতো। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা ছিলাম না, তবে শুনেছি, মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।"
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিও দেখুন: https://www.facebook.com/reel/1241744256922130
এম.কে.