
ছবিঃ সংগ্রহীত
ঈদুল ফিতরকে ঘিরে যাত্রী ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপথে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অপরাধপ্রবণ হটস্পট চিহ্নিত করে চলছে বিশেষ অভিযান। পাশাপাশি, লাইটার জাহাজগুলো যাতে ভাসমান গোদাম হিসেবে ব্যবহৃত না হয়, সেজন্যও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
গত বছরের ২২ ডিসেম্বর, চাঁদপুরের মেঘনা নদীতে সার বোঝাই কার্গো জাহাজে ডাকাতির ঘটনায় সাতজনকে হত্যা করা হয়। সেই চাঞ্চল্যকর ঘটনার পর থেকে নৌপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয় এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেয় কোস্টগার্ড।
নৌপথকে নিরাপদ করতে ২৪ ঘণ্টার বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড বাহিনী। সোমবার, চাঁদপুরের মেঘনা নদীতে নিরাপত্তা মহড়া দেয় বাহিনীটি। চৌকস সদস্যরা হাই-স্পিড বোট দিয়ে ঢাকা-চাঁদপুর নৌরুটে টহল চালান।
ইমরান