ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য ॥ সারাহ কুক

ডিসেম্বরে টার্গেট রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি  ॥ সিইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৪, ১০ মার্চ ২০২৫

ডিসেম্বরে টার্গেট রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি  ॥ সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

নির্বাচনী ট্রেনের হুইসেল প্রধান উপদেষ্টা বাজিয়ে দিয়েছেন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ট্রেনের হুইসেল বেজে গেছে, আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারাহ কুক বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। 
সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনার এসেছিলেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে। তারা নির্বাচনে আমাদের সহায়তা করতে চান। বিদেশী পর্যবেক্ষক সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের এ বিষয়ে জানিয়েছি। আমরা দল নিবন্ধন ও ভোটার নিবন্ধন সম্পর্কেও তাদের জানিয়েছি।

আমরা শীঘ্রই নির্বাচন সামগ্রী কেনার প্রক্রিয়ায় যাচ্ছি, এটিও জানিয়েছি। আমরা বলেছি, বিদেশী পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন হবে না, তবে দেশী পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন হবে। নির্বাচনকে সামনে রেখে যথাসময়ে পর্যবেক্ষক আসার জন্য বিজ্ঞপ্তি দেব আমরা।
সিইসি বলেন, ডিসেম্বরে টার্গেট রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে ভোট করতে হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যুক্তরাজ্যের কাছ থেকে কী ধরনের সহায়তা নিতে পারি তা বলেছি। যেমন নির্বাচনি এজেন্টরা নিয়মনীতি জানে না। একটা পার্টির কর্মী বা প্রার্থীর পরিচিতকে এজেন্ট হিসেবে নিয়োগ দেয়, সে আইন কানুন কিছু জানে না। তাদের যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতাম, এটা বলেছি আমরা।
সিইসি বলেন, নির্বাচনকালে পর্যবেক্ষক আসবে। বাংলাদেশ সম্পর্কে জানে না এমন একজনকে কেউ নিয়ে আসল,  আমাদের বাস্তবতা সম্পর্কে জানে না, তখন তাদের রিপোর্টিং তো সঠিক হবে না। পর্যবেক্ষক তো দেই আমরা রিপোর্ট করার জন্য। এখন আইন কানুন, নিয়ম কানুন সম্পর্কে ধারণা যদি না থাকে, তাহলে তো সঠিক রিপোর্ট হবে না। তাই তাদের আমরা অনুরোধ করেছি নির্বাচনের আগে পর্যবেক্ষকদের একটা প্রশিক্ষণের জন্য। পর্যবেক্ষকদের দায়িত্ব কী সে সম্পর্কে ট্রেনিং, নির্বাচনের পর তাদের কী দায়িত্ব থাকতে পারে সে ট্রেনিংয়ের জন্য বলেছি। তারা বলেছে, ব্যবস্থা করবে।
সিইসি বলেন, যুক্তরাজ্যের হাইকমিশনার আমাদের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। আমরা বলেছি, আপনারা হেল্প করলে ওয়েলকাম।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের ট্রেনের হুইসেল তো প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দিয়েছেন। ডিসেম্বরে অথবা আগামী জুনের মধ্যে নির্বাচন। তবে ডিসেম্বর মাথায় রেখে আমরা এগোচ্ছি। ডিসেম্বর টাইমলাইন যাতে মিস না করি, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। 
নির্বাচনের ট্রেনে আপনারা উঠেছেন কি? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকে আমারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন। সিইসি বলেন, বাংলাদেশের ডেমোক্র্যাটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। আমরা তাদের ওয়েলকাম জানিয়েছি।  
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ চায় যুক্তরাজ্য। তিনি বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য। তাই অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য।
সারাহ কুক বলেন, ফলপ্রসূ বৈঠক হয়েছে সিইসি ও তার টিমের সঙ্গে। এই মুহূর্তে এখানে তার টিমের সঙ্গে কাজ করাটা একটা সুযোগ।
বৈঠকে সারাহ কুকের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

×