ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে: অনন্ত জলিল

প্রকাশিত: ২১:০২, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৯, ১০ মার্চ ২০২৫

রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে: অনন্ত জলিল

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য গার্মেন্টস ব্যবসা এখন কঠিন অবস্থায় আছে বলে মনে করেন অনন্ত জলিল। বিদেশ থেকে অর্ডার কম আসছে।

তিনি আরও বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য এমনটা হচ্ছে না। ইউক্রেনের যুদ্ধের জন্য এমনটা হচ্ছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে যে ভেসেল যেত সেটা আমেরিকা যেত ৩৫ দিনে, ইউরোপে যেত ম্যাক্সিমাম ২৬ দিনে। এখন আমেরিকায় এটা ৬২ দিন লাগে। ইউরোপেও ৫০ দিন লেগে যায়। কারণ হরমুজ প্রণালী দিয়ে না যাওয়ায় বায়াররা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়া কমিয়ে দিয়েছেন। প্রাইসও কমিয়ে দিয়েছেন।"

এছাড়াও রমজান মাস চলছে পাশাপাশি তার ১২০০০ কর্মীর যাতে কোন সমস্যা না হয় তাই তিনি পুরোপুরি ব্যবসায় মনোযোগ দিয়েছেন।

এরপর তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন আমাদের গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে। এখন যেটা হচ্ছে সেটা নিয়ে তিনি খুশি নন।

আবীর

×