ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

প্রকাশিত: ২০:৪৩, ১০ মার্চ ২০২৫

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ছবি : সংগৃহীত

অবৈধভাবে প্লট বরাদ্দ নেয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও ক্ষমতাচূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে কমিশন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে।

দুদক জানায়, অভিযুক্তরা পূর্বাচলের কূটনৈতিক জোনের ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দ নেন পলাতক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকী।

এ মামলায় ক্ষমতার অপব্যবহারের দায়ে আসামি করা হয়েছে শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিককেও। অবৈধ সে বড়দের সাথে ছিলেন গণপূর্ত সাবেক সচিব মোঃ শহিদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান মিয়া সহ ১৬ জন।

গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ২১ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি। তদন্তে প্রমাণ পাওয়ায় চার্জশীটের অনুমোদন দেওয়া হয়েছে। চার্জশীটে আসামির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃোয়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও, তা গোপন করে ছয় জনের অনুকূলে ৬০ কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজহারনামীও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চারশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে।”

তিনি বলেন, আইন অনুযায়ী শীঘ্রই আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করবে দুদক।

মহাপরিচালক বলেন, “বিজ্ঞ আদালতে চার্জ শিট দাখিলের পরে, প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সম্মান ওয়ারেন্ট জারি হবে। সেগুলি যথাযথভাবে জারি করা হবে এবং আমাদের তদন্তকারী দল যারা আছে,ন তারাও যারা সংশ্লিষ্ট আসামে রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। আইন এবং বিধিমালা অনুসরণ করে কাজগুলো করছেন।”

এছাড়া শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতি ও ৩০০ মিলিয়ন ডলার পাচার সহ বিভিন্ন অনিয়মের অনুসন্ধান করছে দুদক। 

মো. মহিউদ্দিন

×