ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫; ২০ লিটার মদ উদ্ধার, জব্দ অটোরিকশা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:২৭, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২০:২৯, ১০ মার্চ ২০২৫

বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫; ২০ লিটার মদ উদ্ধার, জব্দ অটোরিকশা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে দুই বছরের ও ছয় মাসের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী ২০ লিটার চোলাই মদ। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহারকৃত সিএনজি অটোরিকশাটিও। পুলিশের পৃথক টিমের সমন্বয়ে রবিবার রাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত চলা এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদিকে গ্রেফতারকৃতদের সোমবার (১০ মার্চ) দুপুরে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা যায়, চলমান পুলিশের বিশেষ এ অভিযানে বাঁশখালী পৌরসভার জলদি ও সাধনপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হলেন, পৌরসভার ভাদালিয়া গ্রামের বজল আহমদের পুত্র শফি আলম প্রঃ শফিক ড্রাইভার ও ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাধনপুর ইউপির ৭ নং ওয়ার্ডের আশুতোষ মুখার্জির স্ত্রী সংগীতা মুখার্জি। অপরদিকে পৌরসভার বডুয়া পাড়া এলাকা থেকে দেশীয় তৈরী ২০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন রঞ্জিত বড়ুয়ার পুত্র সাজু বডুয়া (২৬), মৃত সাধন বডুয়ার পুত্র নির্মল বডুয়া (৫৫) ও মৃত বিমল বডুয়ার পুত্র দিপায়ন বডুয়া (৫২)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ও পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে বলে জানিয়েছেন বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতার ও মাদক উদ্ধার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিএনজি অটোরিকশা। তাছাড়া সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে হাজির করা হয়েছে। তবে পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আবীর

×