ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

স্ট্রবেরি চাষ করে মাসে আয় লাখ টাকা

প্রকাশিত: ১৯:০৬, ১০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৮, ১০ মার্চ ২০২৫

স্ট্রবেরি চাষ করে মাসে আয় লাখ টাকা

ছবি: সংগৃহীত

স্ট্রবেরি চাষ করে সফল কৃষি উদ্যোক্তা মেহেরপুরের মঞ্জুরুল ইসলাম মাসে আয় করছেন লাখ টাকা। তার মতে চাকরির নামে সোনার হরিণের পেছনে না ছুটে স্ট্রবেরি চাষে মনোযোগী হলে ভাগ্য ফিরতে পারে দেশের অনেক বেকার যুবকের।

সড়কের পাশে তিন বিঘা জমিতে সবুজ গাছে দেখা মিলছে টকটকে লাল স্ট্রবেরির। ২০২১ সালে রাজশাহী থেকে কিছু চারা এনে বাড়ির ছাদে পরীক্ষামূলক চাষ শুরু করেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মঞ্জুরুল ইসলাম। পরের বছর ১০ কাঠা জমিতে আবাদ করেন স্ট্রবেরি। এখন তিন বিঘা জমিতে সুস্বাদু এই ফলটির চাষ করছেন তিনি। মাসে আয় করছেন লাখ টাকা।

তিনি বলেন, "রাজশাহী ল্যাব থেকে ১০টা টিস্যু কালচার চারা নিয়ে আসি। সেখান থেকে আমি চারা তৈরি করি। নভেম্বরের প্রথম সপ্তাহেই আমি চারাটা লাগাই। লাগানোর পরে আমার কিছু চারা বেশি হয়। সেটা আমি আবার দেড় লাখ টাকা দিয়ে সেল করি।"

মঞ্জুরুলের সফলতা দেখে অনেক চাষী আগ্রহী হচ্ছেন স্ট্রবেরি চাষে, পরামর্শ নিচ্ছেন তার কাছ থেকে।

আবীর

×