
পঞ্চগড়ে চুরির ঘটনায় জনতার হাতে আটক হওয়া তরুনই চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল হোতা রিফাত বিন সাজ্জাদ (২৩) । তার বাড়ি জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায় । সে ওই এলাকার আকতার হোসেনের ছেলে।
গত শনিবার (০৮ মার্চ) দিবাগত রাতে বোদা থানা পুলিশ তাকে আটক করে । গত জানুয়ারি মাসের ১৪ তারিখে রেললাইনে অজ্ঞাতনামা নারীর খন্ড বিখন্ড লাশ উদ্ধার করা হয়। প্রথমে সেই নারীর মৃত্যু ট্রেনে কাটা পড়ে হয়েছে বলে ধারনা করা হলেও তদন্তে রিফাত বিন সাজ্জাদ সেই নারীকে ধর্ষনের পর হত্যা করে বলে বেরিয়ে এসেছে।
সেই সাথে রিফাত আদালতে ধর্ষণের পর হত্যার কথা নিজেই স্বীকার করেন। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম জেলা গোয়েন্দা কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল। এর আগে গত ০৮ মার্চ শনিবার রাতে আটোয়ারি উপজেলার কিসমত এলাকায় একটি বাড়িতে অটো ইজিবাইক চুরি করতে যায় রিফাত সেখানে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশে দেয়।
ফুয়াদ